কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর সারা ফুটবল বিশ্বে এখন একটা কথায় চাউড় হয়েছিল। সাম্বার ছন্দে ফিরেছে সেলেসাওরা। কেবল দুইটা উল্লেখযোগ্য পরিবর্তন এনেই ব্রাজিলের পুরোনো রুপ ফিরিয়ে দিয়েছিলেন ম্যানেজার তিতে! খেলার কৌশল এঁকেছিলেন ৪-২-৩-১, আর এটাকিং...